মাঝ আকাশে পাইলট অসুস্থ, উড়োজাহাজ অবতরণ করালেন যাত্রী!
বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়
মাঝ আকাশে উড়োজাহাজের পাইলট অসুস্থ হয়ে পড়েন। উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন এটাতে থাকা যাত্রী। ওই যাত্রী উড়োজাহাজটি রানওয়ের বাইরে একটি দ্বীপে অবতরণ করাতে পারলেও এটি দুর্ঘটনার শিকার হয়।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে শনিবার এই ঘটনা ঘটেছে। খবর ওয়াশিংটন পোস্টের।খবর অনুসারে, শনিবার সন্ধ্যার দিকে ম্যাসাচুসেটসের পশ্চিম তিসবরির মার্থাস ভিনইয়ার্ড বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়।
২০০৬-পাইপার মেরিডিয়ান মডেলের ছোট উড়োজাহাজটির ৭৯ বছর বয়সী পাইলট অবতরণের আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন। তখন উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন সেটাতে থাকা একমাত্র নারী যাত্রী। এটি অস্বাভাবিক অবতরণ করে। উড়োজাহাজটির বাম পাখা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর পাইলট এবং উড়োজাহাজে থাকা নারী যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। পাইলটের অবস্থা খারাপ হওয়ায় তাকে বোস্টন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উড়োজাহাজে থাকা নারী যাত্রীকে স্থানীয় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।
অঙ্গরাজ্য পুলিশ, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল অ্যাভিয়েশেন অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার তদন্ত করছে।