USA

মাদক সেবনের অভিযোগ নিয়ে যা বললেন ইলন মাস্ক

মাস্ক বলেন, ‘কয়েক বছর আগে আমি কিটামিন প্রেসক্রিপশন দিয়ে কেনার চেষ্টা করেছিলাম এবং এক্সেও তাই বলেছিলাম। সুতরাং আমার বিরুদ্ধে যে গুজব রটানো হয়েছে, এটি কোনো খবরই নয়।’

বিশ্বের অন্যতম ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ব্যাপকভাবে কিটামিন ও অন্যান্য ওষুধ ব্যবহার করেছিলেন বলে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি কখনো মাদক সেবন করেননি। এটা তার বিরুদ্ধে নিছক মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

শনিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক বলেন, ‘স্পষ্ট করে বলতে গেলে আমি কখনো মাদক সেবন করিনি! নিউইয়র্ক টাইমস আমার বিরুদ্ধে মিথ্যা কথা লিখেছে।’

এর আগে, শুক্রবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলিয়নিয়ার উপদেষ্টা এত বেশি কিটামিন ব্যবহার করেছিলেন যে তার মূত্রাশয়ের সমস্যা দেখা দিয়েছিল। কিটামিন একটি শক্তিশালী চেতনানাশক।

সংবাদপত্রটি জানিয়েছে, মাস্ক এক্সট্যাসি ও মাশরুম গ্রহণ করেছিলেন এবং ভ্রমনের সময় একটি বড়ির বাক্স সব সময় সাথে রাখতেন। তবে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তার নবনির্মিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান থাকাকালীন মাস্ক মাদক গ্রহণ করেছিলেন কি-না তা জানা যায়নি।

মাস্ক বলেন, ‘কয়েক বছর আগে আমি কিটামিন প্রেসক্রিপশন দিয়ে কেনার চেষ্টা করেছিলাম এবং এক্সেও তাই বলেছিলাম। সুতরাং আমার বিরুদ্ধে যে গুজব রটানো হয়েছে, এটি কোনো খবরই নয়। যদিও কিটামিন মানসিক স্বস্তির জন্য সাহায্য করে, কিন্তু তারপর থেকে এটি আমি আর গ্রহণ করিনি।’

শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের সাথে এক বিদায়ী অনুষ্ঠানে মাস্ক প্রথমে তার মাদক ব্যবহারের বিষয়ে করা প্রশ্ন এড়িয়ে যান। তিনি আনুষ্ঠানিকভাবে ডিওজিইতে ফেডারেল ব্যয় কমানোর ভূমিকা পালন করছিলেন। এ কর্মসূচীর আওতায় কয়েক হাজার সরকারি কর্মচারীকে ছাঁটাই করা হয়।

পরে একই দিনে একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি মাস্কের ‘নিয়মিত মাদক সেবন’ সম্পর্কে জানেন কি-না। উত্তর ট্রাম্প বলেন, ‘আমি তা জানতাম না।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি ইলন একজন দুর্দান্ত প্রকৃতির মানুষ।’

মাস্ক এর আগে কিটামিন গ্রহণের কথা স্বীকার করে বলেছিলেন, তাকে মানসিক চিকিৎসার জন্য এটি প্রেসক্রিপশনে দেয়া হয়েছিল এবং পরামর্শ দেয়া হয়েছিল, ওষুধটি তার কাজের জন্য উপকারী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto