মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা গাজায় বন্দীদের পরিবারের

তারা তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেয়ার কথা রয়েছে। সেখানে তারা একটি ব্যাপক যুদ্ধবিরতির আহ্বান জানাবে। যেন গাজায় বন্দী জীবিত ও মৃত সবাইকে উপত্যকা থেকে ফেরত আনা যায়।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গাজায় বন্দীদের পরিবার। শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গাজায় বন্দীদের পরিবার। আশা করা হচ্ছে, তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ তেল আবিবের রাস্তায় নেমে আসতে পারে। তারা তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেয়ার কথা রয়েছে। সেখানে তারা একটি ব্যাপক যুদ্ধবিরতির আহ্বান জানাবে। যেন গাজায় বন্দী জীবিত ও মৃত সবাইকে উপত্যকা থেকে ফেরত আনা যায়।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধের আজ ৬৫৭ দিন। এ সময় গাজায় অন্তত ৫৯ হাজার ৬৭৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ।