মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পকে সরকারি কাজের জন্য দায়মুক্তি
প্রধান বিচারপতি জন রবার্টস এ রুল ঘোষণা করেন। আদালতের অন্য ছয় বিচারপতি এ রুলে একমত পোষণ করলেও অন্য তিন বিচারপতি এতে দ্বিমত জানান।
মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পকে সরকারি কাজের জন্য দায়মুক্তি
প্রধান বিচারপতি জন রবার্টস এ রুল ঘোষণা করেন। আদালতের অন্য ছয় বিচারপতি এ রুলে একমত পোষণ করলেও অন্য তিন বিচারপতি এতে দ্বিমত জানান।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে সরকারি কাজের অংশ হিসেবে যা করেছেন, তার জন্য তাকে অভিযুক্ত করা যাবে না। তবে তার ব্যক্তিগত কাজের জন্য তাকে অভিযুক্ত করা যেতে পারে।
প্রধান বিচারপতি জন রবার্টস এ রুল ঘোষণা করেন। আদালতের অন্য ছয় বিচারপতি এ রুলে একমত পোষণ করলেও অন্য তিন বিচারপতি এতে দ্বিমত জানান।
এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ থেকে ট্রাম্পের দায়মুক্তির দাবি প্রত্যাখ্যান করে রায় দিয়েছিলেন নিম্ন আদালত। পরে তিনি এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন।
রুলে রবার্টস লিখেছেন, ‘আমরা মনে করি, আমাদের সরকার যেভাবে সাজানো হয়েছে, তাতে প্রেসিডেন্টের কাজের অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট যা করেছেন, তার জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে কিছুটা সুরক্ষা পাওয়া উচিত।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্টদের ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া থেকে সুরক্ষা পাওয়ার বিষয়ে রায় দিলেন।
ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে এ রায়কে স্বাগত জানিয়ে লিখেছেন, “আমাদের সংবিধান এবং গণতন্ত্রের জন্য বড় জয়। একজন আমেরিকান হতে পেরে গর্বিত!”
রবার্টস বলেন, ট্রাম্পের মামলা আরও পর্যালোচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠানো হবে।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলা চালায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকেরা। ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের উসকানিমূলক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সেই সহিংসতা। এ ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়।
এছাড়াও ৭৮ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। চলতি বছরের মে মাসের শেষের দিকে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার বিষয়ে আনা ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। সেই সঙ্গে প্রেসিডেন্ট থাকাকালে রাষ্ট্রের শত শত সরকারি স্পর্শকাতর নথিপত্র গোপনীয়ভাবে রাখার অভিযোগেও মামলা রয়েছে তার বিরুদ্ধে।