Science & Tech
মা-মেয়ে ও ৮০ বছরের বৃদ্ধ যাচ্ছেন মহাকাশ ভ্রমণে
নিউ ম্যাক্সিকো থেকে ৮০ বছর বয়সী এক ব্রিটিশ অলিম্পিয়ান, একজন শিক্ষার্থী ও তার মাকে নিয়ে উড়াল দেওয়ার অপেক্ষায় আছে একটি রকেট প্লেন।
অ্যানাসটাটিয়া মায়ার্স ও তার মা কেইশা শাহাফ ‘ভার্জিন গালাটিক ফ্লাইটের’ টিকেট জিতেছেন একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে। অপর যাত্রী নিউ ক্যাসেল-আন্ডার-লিমের বাসিন্দা জন গুডউইন হতে চলেছেন মহাকাশ ভ্রমণে যাওয়া পারকিসন (এক ধরনের স্নায়ু রোগ) রোগে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি।
মহাকাশ পর্যটন কতো কার্যকর তা আবারো ক্ষতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৭০ মিনিট দীর্ঘ হবে এই মহাকাশ যাত্রা। এটি ভূপৃষ্ঠ থেকে ৮৫ কিলোমিটার উপরে উঠবে।