মিশিগানে এনপিজি রিয়েল এস্টেটের ঈদ পুনর্মিলনী
মিশিগানে এনপিজি রিয়েল এস্টেটের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) ওয়ারেন শহরে এনপিজির অফিসে এই ঈদ পুনর্মিলনীতে অংশ নেন এনপিজি’র রিয়েলেটর এজেন্টরা। ঈদ পরবর্তী কুশল বিনিময় করার পাশাপাশি গল্প আড্ডা ও এক সঙ্গে রাতের খাবারে আনন্দঘন সময় কাটান তারা।
অনুষ্ঠানে অংশ নেন রিয়েলেটর তৈয়ব মিয়া, সৈয়দ মুয়াজ্জেম, মাহফুজ রহমান, সুলতান আহমেদ, ইবতেসাম হক, হাফিজুর রহমান, সাকির উদ্দিন ও আজিম চৌধুরীসহ অনেকে। এসময় সাংবাদিকদের মধ্যে টিবিএন২৪ টেলিভিশন ও ঢাকা পোস্ট প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, যমুনা টিভির ইকবাল ফেরদৌস ও জি টিভির ফয়সল আহমেদ মুন্না উপস্থিত ছিলেন।
এসময় এনপিজি রিয়েল এস্টেটের কর্ণধার মাসুম আহমেদ বলেন, ‘প্রবাসে আমরা ব্যস্ত সময় কাটাই। সবার এক সঙ্গে হওয়ার সুযোগ খুব কম মেলে। আমাদের এই আয়োজন ছোট পরিসরে হলেও আমাদের সৌহার্দ্য ও ভালোবাসার গভীরতা ব্যাপক।