Michigan

মিশিগানে করোনা ভেকসিন দিচ্ছে কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিসেস

শীতকালীন মৌসুম আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনা ভাইরাস এবং জ্বর,সর্দি-কাশি সহ নানাবিধ রোগ বালাইয়ের ভয়াবহ থাবায় আক্রান্ত ও মৃতের হুলিখেলার আশংকায় সরকার, নাগরিকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এবারও এই মৌসুম শুরু হওয়ায় এমনি পরিস্থিতি বিরাজ করছে।এ থেকে মিশিগান অঙ্গরাজ্যও পিছিয়ে নেই। 

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও করোনার নতুন নামে আরো শক্তিশালী এক ভাইরাসের আবির্ভাব ঘটতে পারে এমন সতর্কবার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়ায় সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে।এরই অংশ হিসেবে নাগরিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মতো মিশিগানেও সরকারী-বেসরকারী ও নানা সংগঠনের ব্যানারে শুরু হয়ে গেছে করোনা (কোভিড) সহ ফ্লু ভেকসিন দেয়ার কার্যক্রম। 

গতকাল শনি ও রবিবার যথাক্রমে ( ১৪ এবং ১৫ অক্টোবর) মিশিগানের ওয়ারেন সিটির ইসলামিক সেন্টার অব ওয়ারেন এবং একই রাজ্যের ডেট্রয়েট সিটির আল ফালাহ মসজিদ অডিটোরিয়ামে ফ্রীস্বাস্থ্য সেবায় কভিড (করোনা) এবং ফ্লু ভেকসিন দেয়ার আয়োজন করে কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিসেস অব মেট্রো ডেট্রয়েট। 

ইষ্ট্রাণ  ইউনিভার্সিটি অব মিশিগানের সার্বিক ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপী অনুষ্ঠিত এই কার্যক্রমের সুবিধা নিতে মূলত প্রচুর বাংলাদেশী পুরুষ-মহিলাদের জমায়েত হতে দেখা যায়। এ সময় অনেকে কোভিড, ফ্লু দুটিই আবার অনেকে শুধু ফ্লু বা কোভিডের ভেকসিন গ্রহণ করে নিজেদেরকে আগাম সুরক্ষায় অন্তর্ভুক্তির মাধ্যমে বেজায় খুশী হন।

এদিকে এই কার্যক্রম তদারকিতে ছিলেন,মিশিগানের কমিউনিটি ওয়েলফেয়ার সার্ভিসেস অব মেট্রো ডেট্রয়েটের প্রজেক্ট ডাইরেক্টর ফয়সাল আহমেদ,অর্গানাজেশান প্রেসিডেন্ট দেওয়ান আবু জর চৌধুরী,এক্সিকিউটিভ ডাইরেক্টর ইন্জিনিয়ার মো: সাইফুল ইসলাম,নেভিগেটর দেওয়ান আবু হুজাইফা চৌধুরী,সেক্রেটারী মাইকেল মহসিন,ডাইরেক্টর আতাউর রহমান ও মহিবুল হাসান। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button