মিশিগানে জমকালো আয়োজনে ডবল কেরাম টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত
চ্যম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।
বাঙালি তথা বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় বুদ্ধিদীপ্ত খেলার ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে জমকালো ডবল কেরাম টুর্নামেন্ট- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এক ঝাক প্রবাসী যুবকের সমন্বয়ে গঠিত জনপ্রিয় ক্রীড়া সংগঠন মিশিগান কেরাম এসোসিয়েশনের উদ্দ্যোগে গত রবিবার হেমট্টামিক সিটি এলাকার মদিনা রেষ্টুরেন্ট হল রুমে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন মিশিগান, নিউইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য থেকে আগত খেলোয়াড়রা। প্রচুর দর্শকের উপস্থিতি ও হর্ষধ্বনির মাঝে এই কেরাম টুর্নামেন্টে চ্যম্পিয়ন হয় শিপলু রহমান ও আব্দুল হামিদ জুটি (মিশিগান)।
রানারআপ হয় সুহেল ও খালেদ জুটি (নিউইয়র্ক)। এ ছাড়া তৃতীয় পুরষ্কার লাভ করেন লোকমান ও হীরা জুটি (মিশিগান)। টুর্নামেন্টটি স্পন্সর করেন অটোভারজ টিচ আনসার উদ্দীন, রায়হান আহমেদ (ট্রেজারার মিশিগান কেরাম এসোসিয়েশন) এবং স্বপ্ন সুপার মার্কেট। বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন সংশ্লিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।