Michigan

মিশিগানে ঢাকা বিভাগের প্রবাসীদের বনভোজন

অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ ও নানান আয়োজনের মধ্য দিয়ে গত শনিবার (২৬ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ষ্টেটের স্টনি ক্রিক মেট্রোপার্কে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন-২০২৩। 

রং বেরঙের জামা আর শাড়ি পরিহিত অপরূপ সাজে স্বজ্জিত শত শত প্রবাসী নারী-পুরুষের কোলকালিতে ভরপুর এই ভোজন চলাকালে বিশেষ আকর্ষণ ছিলো দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান র‌্যাফেল ড্র ও মধ্যাহ্ন ভোজ।

সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি দেবাশীষ দাসের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মাহবুবে রাব্বি খানের প্রাণবন্ত সঞ্চালনায় ঢাকা বিভাগের ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলার প্রবাসী এবং আমেরিকার মূল নাগরিক, সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি, কমিউনিটি লিডার ও রাজনৈতিক নেতাবৃন্দ অংশগ্রহণে এ যেন এক মিলন মেলায় পরিণত হয়।

সংশিষ্ট সংঘের অন্যতম কর্ণধার মাহবুবে রাব্বি খান জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও প্রবাসী নারী পুরুষ ও শিশুদেরকে আনন্দ দিতেই আমরা ঢাকা বিভাগ সংঘ মিশিগানের পক্ষ থেকে এমন আয়োজন করেছি.

প্রচুর সাড়া পাওয়া গেছে। এছাড়া বাংলার সুষ্ঠু সংস্কৃতি ঐতিহ্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম সহ ভিন দেশিদের মাঝে তা ছড়িয়ে দেয়ার একটা মনোভাব কাজ করেছে।

বনভোজন পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন তানভির কুরেশী মনির, মোজাম্মেল হক, মোহাম্মদ পিন্টু, হারুনুর রশিদ, সোহেল রায়হান, রুমি খান, মারুফ হোসেন, মোহাম্মদ ফারুক, ডি এম শুভ, নাজমুল হোসেন অনু, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোঃ হুমায়ুন, বেলায়েত হোসেন সজল সহ আরো অনেক।

রাজনৈতিক ব্যক্তিত্বদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট বাইডেন সহ কংগ্রেসম্যানদের বিরুদ্ধে মামলা দায়েরকারী আলোচিত ব্যক্তিত্ব  ড. রাব্বি আলম, মিনহাজ রাসেল চৌধুরী। শুধু তাই নয়, ব্যাবসায়ী সহ নানা শ্রেণি পেশার মানুষ.মনমাতানো সংগীত  পরিবেশ করেন সৈয়দ শাফি আহমদ, আসমা আক্তার, শাহানাজ নদী এবং মোহাম্মদ আমজাদ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button