Michigan

মিশিগানে প্রবাসীদের মাহে রমজান

জীবিকার তাগিদে প্রবাসে জীবন-যাপন করছে বহু মানুষ। আপন জনদের থেকে দূরে তাদের জীবন কেমন কাটছে পবিত্র রমজানে। 

সেখানেও ভ্রাতৃত্ব রক্ষা করছে বাঙালিরা , আয়োজন করছে ইফতার মাহফিল। আওয়ামীলীগ সহ নানান সামাজিক সংগঠন ও কমিউনিটি আয়োজন করে থাকে ইফতারের মাহফিল।

আওয়ামী লীগের আয়োজনে রবিবার মিশিগানের হেমট্রামিক সিটির মিশিগানের আলাদ্দীন রেষ্টুরেন্টে হবিগঞ্জ সদর সমিতির কতৃক ইফতারের আয়োজন। রমজানের তাৎপর্য নিয়ে এবং সকল রোজাদারসহ বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ হিফজুর।

ব্যস্ততার মাঝে রমজান পালন করছে প্রবাসীরা। কর্মক্লান্ত মানুষ রোজা রাখতে পিছপা হন না বরং তাদের অন্তরে জোরদার হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য। 

প্রবাসে বাঙালিরা কর্ম ব্যস্ততার মাঝেই ধর্ম পালন করছে এবং অনেকসময় কর্মস্থানেই সেরে নেন ইফতার। বাঙালিদের সাথে আমেরিকার নাগরিকরাও অংশ নিচ্ছেন ইফতারে। তাদের আন্তরিক মনোভাব প্রকাশ পায় এখানে। 

এদিকে পবিত্র রমজান মাসে একের পর এক ইফতার মাহফিল  ও খুচরা বিক্রি বেড়ে যাওয়ায় ব্যবসায়ের দিক থেকেও খুশি আছে প্রবাসি বাঙালি।

প্রতিদিনের ইফতার মাহফিলের কারণে বিক্রি বেড়েছে বাহারি ইফতার পন্যের আর এ নিয়েই আনন্দে আছে ব্যবসায়ীরা।

জুড়ি সমাজকল্যাণ সংস্থা মিশিগানের ইফতার।

জুড়ি সমাজকল্যাণ সংস্থা মিশিগানের ইফতার।

বিয়ানীবাজার সমিতি মিশিগানের ইফতার।

বিয়ানীবাজার সমিতি মিশিগানের ইফতার।

নিউইয়র্কে বাংলাদেশ-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের ইফতার।

নিউইয়র্কে বাংলাদেশ-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের ইফতার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button