Michigan
মিশিগানে বার্ষিক বনভোজন
আকর্ষণীয় পর্ব রাফ্রেল ড্র, খেলাধুলা, ভুড়িভোজ ও গানে গানে দর্শক মাতিয়ে তোলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানের হলমিছ পার্কে অনুষ্ঠিত হলো হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের জমকালো বনভোজন-২০২৩।
গত ২৭ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত এবং সভাপতি শাহীন আহমেদ, সহ সভাপতি লুৎফুর রহমান সেলুর সার্বিক তত্বাবধানে তাজ উদ্দিন তাজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বনভোজন।
শুধু মিশিগান নয়, পাশ্ববর্তী কানাডার উইন্ডসর ও টরেন্টো প্রবাসী বাংলাদেশি শত শত নারী পুরুষ। এমনকি বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন।
মিশিগানের বিভিন্ন সিটির জনপ্রতিনিধিদের উপস্থিতি এই বনভোজনকে করে তুলে আরো প্রাণবন্ত। দিনব্যাপী এই মিলন মেলা শেষ হয় ভুড়িভোজ ও রাফ্রেল ড্র’র মধ্য দিয়ে।