Michigan
মিশিগানে লেবার ডে মেলায় বাংলাদেশিসহ আমেরিকানদের আনন্দ-উল্লাস
লেবার ডে উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্টামিক সিটিস্থ জসোকম্পো এলাকার প্রধান সড়কের প্রায় এক মাইল জুড়ে বর্ণাঢ্য মেলা ও নাচ-গানের আয়োজনে করে আমেরিকানরা। এতে বাংলাদেশি নারী-পুরুষরাও বিভিন্ন স্টল দিয়ে আমেরিকানদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে উঠেন।
ঐতিহাসিক লেবার ডে উপলক্ষে গত সোমবার (২ সেপ্টেম্বর) চারদিনব্যাপী অনুষ্ঠিত এই লেবার ডে মেলায় হাজার হাজার উৎসুক নারী-পুরুষের সমাগম ঘটে। আমেরিকার বিখ্যাত পপ তারকা কণ্ঠশিল্পীদের মঞ্চ মাতানো গানে গানে পুরো মিশিগান প্রকম্পিত হয়।
মেলায় শিশু-কিশোরদের জন্য ছিল দোলনা, ট্রেন সহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট। এছাড়াও ছিল সুস্বাদু বাহারী খাবার ও অন্যান্য সামগ্রী শতাধিক স্টল। একইদিন বাংলাদেশি ও আমেরিকার শ্রমিকরা জমকালো র্যালী বের করে।