Trending

মেরুজ্যোতি গায়ে মেখে বরফে…

হাতে লণ্ঠন, করে ঠনঠন জোনাকিরা দেয় আলো…। নীল আকাশের নীচে সবুজ আলো গায়ে মেখে এভাবেই ছুটে চলেছে রানার। এখানে অবশ্য রানার মানে আমাদের ডাক হরকরা নয়, আর্কটিক সার্কেলের এক অ্যাডভেঞ্চারপ্রেমী। বরফের রাস্তায় পায়ে চাকা লাগিয়ে দৌড়ে বেড়াচ্ছে সে। তাঁর একমাত্র সঙ্গী হাতের টিমটিমে লণ্ঠন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও মুগ্ধ করেছে ইউজারদের।

ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড প্রদেশের উত্তর আকাশে এখনই মেরুজ্যোতি উঁকি দিতে শুরু করেছে। নভেম্বর শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ফিনল্যান্ডের উত্তর আকাশ ছেয়ে থাকবে মেরুজ্যোতিতে। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে তখন গোধূলি লগ্ন। এ যেন প্রকৃতির এক আজব লীলাখেলা। নরওয়ে সহ আর্কটিক এলাকায় যে ছয়টি নিশিথ সূর্যের দেশ আছে সেগুলির মধ্যে অন্যতম হল ফিনল্যান্ড। সেখানে প্রায় ৭৩ দিন ধরে রাতের বেলা সূর্য দেখা যায়। উত্তরমেরুর মেরুজ্যোতি বা অরোরা দেখলে বাকরুদ্ধ হয়ে যাওয়া স্বাভাবিক। নেটদুনিয়ারও তাই অবস্থা হয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, নীল আকাশে সবুজ মেরুজ্যোতির ছটায় যখন চারদিকে মোহময়, আকাশের মিটমিটে তারাদের চোখে মুখে ক্লান্তির ছাপ, চারদিকে বরফে বরফে ছয়লাপ, আর রাস্তাঘাট স্বচ্ছ বরফের চাদরে ছেয়ে স্ফটিকরূপ নিয়েছে তখন এক অ্যাডভেঞ্চারপ্রেমী স্কেটিং করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। জায়গাটি ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড প্রদেশের রানুয়া অঞ্চল। অবশ্য ফিনল্যান্ড সহ উত্তরমেরুর বরফে ঢাকা দেশগুলিতে শীতকালে লোকে এভাবেই খেলায় মেতে ওঠেন। স্কেটিং ছাড়াও স্কিইং, স্নো-মোবাইলিং, হুস্কি সাফারি, রেইনডিয়ার রাইড ইত্যাদি অ্যাডভেঞ্চার স্পোর্টস্ উপভোগ করেই সময় কাটান সকলে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button