মোদিকে ‘সবচেয়ে ভালো মানুষ’ বললেন ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি পডকাস্টে মোদিকে বন্ধু পরিচয় দিয়ে তাকে ‘সবচেয়ে ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন। খবর এএফপির
স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যান্ড্রু শলৎজের উপস্থাপনায় ওই পডকাস্ট অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) মহান। তিনি আমার একজন ভালো বন্ধু। বাইরে থেকে দেখে তাকে আপনার বাবা বলে মনে হবে। তিনি সবচেয়ে ভালো মানুষ।’
ট্রাম্পের সঙ্গে হিন্দু জাতীয়তাবাদী মোদির বেশ উষ্ণ সম্পর্ক। অপর দিকে ভারতের ডানপন্থীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্টের উল্লেখযোগ্য সমর্থক আছেন।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে এক অনুষ্ঠানে ট্রাম্প ও মোদি পরস্পরের ব্যাপক প্রশংসা করেন। ওই অনুষ্ঠানে হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সামনে একে অপরের ঘনিষ্ঠ ও মিত্র বলে উল্লেখ করেন তারা।