USA

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমা কোম্পানির প্রধানের সন্দেহভাজন হত্যাকারীর নতুন ছবি কী বলছে

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যাকারী ব্যক্তিকে শনাক্তে ‘ফেসিয়াল রিকগনিশন’ (চেহারা শনাক্তকরণ) প্রযুক্তি ব্যবহার করছে নিউইয়র্ক সিটি পুলিশ। এ ছাড়া তারা পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মুঠোফোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে।

৫০ বছর বয়সী থম্পসনকে স্থানীয় সময় গতকাল বুধবার সকালে মিডটাউন ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে গুলি করে হত্যা করা হয়।

গুলি করার পর হত্যাকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। থম্পসনের সঙ্গে থাকা কোনো জিনিসপত্র তিনি নেননি।

পুলিশের ধারণা, থম্পসনকে পূর্বপরিকল্পিতভাবে নিশানা করে হত্যা করা হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তি এবং এই তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত যেসব তথ্য জানা গেছে, তা তুলে ধরেছে বিবিসি।

কীভাবে গুলি

টাইমস স্কয়ার ও সেন্ট্রাল পার্কের কাছে ম্যানহাটানের একটি ব্যস্ত এলাকায় গতকাল সকাল ৬টা ৪৫ মিনিটে গুলির ঘটনা ঘটে।

দিনের শেষে বিনিয়োগকারীদের একটি সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল থম্পসনের।

পুলিশের তথ্যমতে, সন্দেহভাজন ব্যক্তি একটি হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। তাঁর মুখে ছিল কালো রঙের মাস্ক। পিঠে ছিল কালো রঙের ব্যাগ।

সন্দেহভাজন ব্যক্তি হিলটন হোটেলের বাইরে মিনিট পাঁচেক থম্পসনের জন্য অপেক্ষা করছিলেন বলে মনে হয়। এই হোটেলেই থম্পসনের বক্তব্য দেওয়ার কথা ছিল।

থম্পসন পায়ে হেঁটে ঘটনাস্থলে আসেন। তাঁকে আকস্মিকভাবে গুলি করা হয়। তাঁর পিঠে ও পায়ে গুলি লাগে।

পরে থম্পসনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা প্রধান জোসেফ কেনি বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি থম্পসনকে গুলি করার জন্য যে অস্ত্র ব্যবহার করেছেন, সেটিতে ত্রুটি ছিল বলে মনে হয়। কিন্তু তিনি দ্রুত তা ঠিক করতে পেরেছিলেন। থম্পসনকে গুলি চালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তিনি।

ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। তাঁকে শেষবার সেন্ট্রাল পার্কে একটি বৈদ্যুতিক বাইসাইকেলে দেখা যায়।

সন্দেহভাজন ব্যক্তিকে শেষবার সেন্ট্রাল পার্কে একটি বৈদ্যুতিক বাইসাইকেলে দেখা যায়

সন্দেহভাজন ব্যক্তিকে শেষবার সেন্ট্রাল পার্কে একটি বৈদ্যুতিক বাইসাইকেলে দেখা যায়ছবি: নিউইয়র্ক সিটি পুলিশ/এএফপি

তদন্তে কী পাওয়া গেল

এখন পর্যন্ত থম্পসন হত্যার তদন্ত চলছে কয়েকটি সূত্রকে (ক্লু) ঘিরে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সূত্রগুলো (ক্লু) ধরে এগোচ্ছে, এগুলো খতিয়ে দেখছে।

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার কয়েক মিনিট আগে ঘটনাস্থলের কাছাকাছি স্টারবাকসের একটি কফিশপে সন্দেহভাজন ব্যক্তির ছবি ধরা পড়ে।

ছবিতে সন্দেহভাজন ব্যক্তিকে মুখোশ পরা অবস্থায় দেখা যায়। নিউইয়র্ক পুলিশ সূত্র বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে এ তথ্য জানিয়েছে।

পুলিশ আরও বলেছে, সন্দেহভাজন ব্যক্তি তাঁর মুখোশটি টেনে এতটা নিচে নামিয়েছিলেন যে চোখ ও নাকের কিছু অংশ দেখা যায়।

সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে এ ছবি নিয়ে কাজ করছেন তদন্তকারী কর্মকর্তারা। এ ক্ষেত্রে তাঁরা ‘ফেসিয়াল রিকগনিশন’ (চেহারা শনাক্তকরণ) সফটওয়্যার ব্যবহার করছেন।

এ ছাড়া পুলিশ ঘটনাস্থলে পাওয়া তিনটি গুলির খাপ ও তিনটি তাজা গুলি পরীক্ষা-নিরীক্ষা করছে। এগুলো থেকে তারা ডিএনএ নমুনা পাওয়ার চেষ্টা করছে।

সন্দেহভাজন ব্যক্তি যে পথ ধরে পালিয়ে গেছেন, সেই পথে একটি মুঠোফোন পরিত্যক্ত অবস্থায় পেয়েছে পুলিশ। পুলিশ বলছে, তারা মুঠোফোনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

তদন্তকারী কর্মকর্তারা আরও বলেছেন, ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত ম্যারিয়ট হোটেলে থম্পসনের কক্ষে তাঁরা যাবেন। হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পেতে তাঁরা সেখানে তল্লাশি চালাবেন।

হত্যার উদ্দেশ্য নিয়ে রহস্য

ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসন

ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনছবি: এএফপি

তদন্তকারী কর্মকর্তারা এখন পর্যন্ত এই হত্যার উদ্দেশ্য উদ্‌ঘাটন করতে পারেননি।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, থম্পসনের সঙ্গে থাকা কোনো জিনিসপত্র না নিয়েই হত্যাকারী পালিয়ে গেছেন।

মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন থম্পসনের স্ত্রী। তিনি বলেছেন, তাঁর স্বামী আগেই কিছু হুমকি পেয়েছিলেন। কিন্তু হুমকির বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

থম্পসনের স্ত্রী বলেন, ‘আমি শুধু জানি, তিনি আমাকে বলেছিলেন, কিছু লোক তাঁকে হুমকি দিচ্ছিলেন।’

থম্পসনের নিজ শহর মিনেসোটা অঙ্গরাজ্যের ম্যাপেল গ্রোভ। সেখানকার পুলিশের তথ্যমতে, ২০১৮ সালে থম্পসনের বাড়িতে একটি সন্দেহজনক ঘটনা ঘটেছিল।

পুলিশ জানায়, কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ শনাক্ত না করে ঘটনাটির নিষ্পত্তি হয়েছিল। এর বাইরে আর কোনো তথ্য পুলিশ জানায়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button