যুক্তরাষ্ট্রের আলাবামায় গোলাগুলিতে চার জন নিহত
যুক্তরাষ্ট্রের আলাবামায় গোলাগুলিতে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। শনিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। খবর আল আরাবিয়া
স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেন, গোলাগুলিতে একাধিক ব্যক্তি অংশ নেয়। এতে চার জন নিহত এবং বহু আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন পুরুষ এবং একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকী আরেক জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসাপাতালে নেয়া হলে, সেখানে তার মৃত্যু হয়।
ট্রুম্যান বলেন, গোয়েন্দা বাহিনী এ ঘটনায় তদন্ত নেমেছে। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি।
এ নিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে ৪০৩টি গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির বন্দুক সহিংসতা আর্কাইভের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্দুক হামলায় অন্তত ১২ হাজার ৪১৬ জন নিহত হয়েছে।