যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ বন্যায় মৃত বেড়ে ৮০

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরো ঝড়ের আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। এর মধ্যে কের কাউন্টিতেই প্রাণ গেছে অন্তত ৭৫ জনের।
এই বন্যায় টেক্সাসের কের কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়। মেয়েদের ওই ক্যাম্পটি প্লাবিত হওয়ার ঘটনায় সেখানকার শিশু ও ক্যাম্প কর্মী মিলিয়ে ২৭ জন নিহত হওয়ার খবর দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কের কাউন্টির এই ঘটনাকে বড় ধরনের দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরো ঝড়ের আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। যে কারণে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।
কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকাজ চালাতে গিয়ে বিষধর সাপের কবলে পড়ছেন উদ্ধারকর্মীরা।
সোমবার সকালে কের কাউন্টির কর্মকর্তা ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কের কাউন্টিতে যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৪৮ জন প্রাপ্তবয়স্ক ও ২৭ জন শিশু। এখনো ১৫ জন প্রাপ্তবয়স্ক ও নয়জন শিশুর লাশ শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া এখন পর্যন্ত ক্যাম্প মিস্টিকের ১০ জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে তিনি।