USA

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রীকে নাসার অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দিলেন ট্রাম্প

গত ৩১ মে ট্রাম্প নাসার প্রধান হিসেবে জ্যারেড আইজ্যাকম্যানের মনোনয়ন প্রত্যাহার করেন। ৪২ বছর বয়সী আইজ্যাকম্যান একজন অনলাইন পেমেন্ট উদ্যোক্তা এবং বেসরকারিভাবে মহাকাশে অভিযান চালানো প্রথম ব্যক্তি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফিকে মহাকাশ সংস্থা নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রযুক্তি খাতে বিলিয়নিয়ার ও স্পেসএক্স প্রধান ইলন মাস্কের ঘনিষ্ঠ মিত্রের নাসার মনোনয়ন প্রত্যাহার করার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের পরিবহনমন্ত্রী শন ডাফিকে নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছি।’ এয়ার ট্রাফিক কন্ট্রোল আধুনিকায়নে শন ডাফির কাজের প্রশংসা করেন ট্রাম্প আরো বলেন, তিনি আরো গুরুত্বপূর্ণ মহাকাশ সংস্থার একজন দুর্দান্ত নেতা হবেন। এমনকি অল্প সময়ের জন্য হলেও।

গত ৩১ মে ট্রাম্প নাসার প্রধান হিসেবে জ্যারেড আইজ্যাকম্যানের মনোনয়ন প্রত্যাহার করেন। ৪২ বছর বয়সী আইজ্যাকম্যান একজন অনলাইন পেমেন্ট উদ্যোক্তা এবং বেসরকারিভাবে মহাকাশে অভিযান চালানো প্রথম ব্যক্তি। তিনি স্পেসএক্সের সাথে সহযোগিতার মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ অভিযানের এক শীর্ষ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

ট্রাম্প ৬ জুলাই ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, ‘আমি এটি জানতে পেরে বিস্মিত হয়েছি যে তিনি রীতিমতো একজন ডেমোক্র্যাট, যিনি কখনোই কোনো রিপাবলিকান প্রার্থীর পক্ষে অবদান রাখেননি।’

তিনি আরো লেখেন, ‘আমি মনে করি, ইলনের এত ঘনিষ্ঠ একজন বন্ধুকে নাসার প্রধান করা অনুচিত হবে। যখন নাসা ইলনের ব্যবসায়িক জগতে এত বড় একটি অংশ জুড়ে রয়েছে।’

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এক সময় ট্রাম্পের ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডিওজিই’র প্রধান হিসেবে প্রায় অপরিহার্য ছিলেন। তবে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে দু’জনের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto