Bangladesh

‘যুক্তরাষ্ট্রের বিষয়ে অন্যরা কথা বললে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হিসেবে দেখা হয় না’

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, অন্যান্য দেশ যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন তোলে তখন যুক্তরাষ্ট্র তাদের কথা শোনে এবং তা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হিসেবে নেওয়া হয় না।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, অন্যান্য দেশ যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন তোলে তখন যুক্তরাষ্ট্র তাদের কথা শোনে এবং তা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হিসেবে নেওয়া হয় না।

আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হাস এ কথা বলেন।

সম্প্রতি ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১৩টি বিদেশি মিশনের যৌথ বিবৃতিকে ‘ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পিটার হাস। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে, যখন অন্যান্য দেশ আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাদের কাছে সমস্যা উত্থাপন করে, তখন আমরা তাদের কথা শুনি এবং আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। আমরা মনে করি না এটা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে আগ্রহী। বাংলাদেশের জনগণ সরকার বেছে নেওয়ার ক্ষমতা রাখবে এমন নির্বাচনেই যুক্তরাষ্ট্র আগ্রহী।’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button