USA

যুক্তরাষ্ট্রের মানচিত্রে কানাডা এটা কখনো সম্ভব নয় ॥ ট্রুডো

কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে অর্থনৈতিক চাপের মাধ্যমে কানাডাকে নতুন অঙ্গরাজ্য বানানোর হুমকি দেন ট্রাম্প। মানচিত্রের ছবি প্রকাশ করে নিজের সামাজিক মাধ্যম ট্রুথে তিনি লিখেছেন, ‘ওহ কানাডা’।

এর আগে মঙ্গলবার ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডার ব্যাপারে আলোচনা করেন। সেখানে তিনি বলেন, কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন। এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে। খবর বিবিসির।
তিনি আরও বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। কানাডার সামরিক ব্যয় নিয়ে ট্রাম্প বলেন, তাদের সেনাবাহিনী খুবই ছোট। তারা আমাদের সেনাদের ওপর নির্ভরশীল। সবাই জানে তাদের এজন্য অর্থ দিতে হয়। এটি খুবই অযৌক্তিক। ট্রাম্পকে তখন এক সাংবাদিক জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করতে তিনি সামরিক শক্তি প্রয়োগ করবেন কি না। জবাবে তিনি বলেন না, অর্থনৈতিক শক্তি প্রয়োগ করব।

এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে। কিন্তু আমরা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হব না। গত ৫ নভেম্বর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

এরপরই কানাডিয়ান প্রধানমন্ত্রীকে গভর্নর ট্রুডো এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করেন তিনি। এ ছাড়া কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন বলেও জানান তিনি। ক্ষমতা নেওয়ার আগেই ট্রাম্পের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন অনেকে। গত সোমবার ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার প্রধানমন্ত্রিত্ব ছাড়ার অন্যতম কারণ ছিলেন ট্রাম্প।

দেশটির বেশিরভাগ রাজনীতিবিদ মনে করছিলেন, তাদের ওপর শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প দিয়েছেন সেটি ট্রুডো আটকাতে পারবেন না।  আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার একদিন পর বুধবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে গাজা ইস্যু নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের আগে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়া না হলে ২০ জানুয়ারির পর মধ্যপ্রাচ্যজুড়ে নরকে পরিণত হবে। 
দীর্ঘ সময়ের এ যুদ্ধে আরও আগেই ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি হামাসের জন্য ভালো হবে না। এমনকি কারও জন্যই এটি ভালো কিছু বয়ে আনবে না। গাজায় নরক ফেটে পড়বে। আমি আর কিছুই বলতে চাই না।

এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা চালানো কখনোই উচিত হয়নি বলে উল্লেখ করে ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে ট্রাম্পের নিযুক্ত স্টিভ উইটকফ ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান আলোচনার বিষয়ে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন বলে জানিয়েছে সিএনএন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button