যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত নন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ সম্পদ আহরণের চুক্তি স্বাক্ষরে এখনো প্রস্তুত নন। শনিবার ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইউক্রেনের খনিজ সম্পদ আহরণের বিশেষ সুযোগ পাক। দেশটিকে আগের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কর্তৃক দেওয়া কয়েক হাজার কোটি ডলারের সহায়তার বিনিময়ে এই সুযোগ চান ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, জেলেনস্কি শিগগিরই চুক্তিতে স্বাক্ষর করবেন। তবে এখন পর্যন্ত প্রস্তাবিত চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ ওই সূত্র জানিয়েছেন, বর্তমান খসড়া অনুযায়ী চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রস্তুত নন প্রেসিডেন্ট জেলেনস্কি। জেলেনস্কি বলেন, ‘আমরা এখনো কিছু পরিবর্তন আনতে চাই এবং আরও গঠনমূলক করতে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
সূত্রটি আরও জানিয়েছে, চুক্তিতে যুক্তরাষ্ট্রের কোনো বিনিয়োগ বা নিরাপত্তার নিশ্চয়তা নেই, বরং তারা ইউক্রেনের কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলার আহরণ করতে চায়, যা অত্যন্ত অস্পষ্ট। জেলেনস্কি প্রশ্ন রাখেন, ‘এটি কেমন অংশীদারিত্ব? এবং কেন আমাদের ৫০০ বিলিয়ন ডলার দিতে হবে? এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই।’
সূত্রের মতে, ইউক্রেন চুক্তির খসড়ায় সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত তারা চুক্তি স্বাক্ষর করতে রাজি নয়।
এই মতবিরোধের মধ্যে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন।