যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তি করতে ইউক্রেন প্রস্তুত, বিবিসিকে জেলেনস্কি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর করতে তাঁর দেশ প্রস্তুত।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ল্যাংকেস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেছেন, ‘খনিজ চুক্তিটি মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এটি সই করতে প্রস্তুত।’
জেলেনস্কি যোগ করেন, ‘টেবিলে যে চুক্তিটি রয়েছে, তা সই হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে।’
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তর্কে জড়ান জেলেনস্কি। ফলে সে বিষয়ের আলোচনা আর আগায়নি।
এই সফরে বাকিংহাম প্যালেস জানিয়েছে, ইউরোপীয় নেতাদের সাথে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা আলোচনায় অংশ নেওয়ার পরপরই রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয়ের সাথে দেখা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, রাজা পূর্ব ইংল্যান্ডে তার স্যান্ড্রিংহাম হাউস এস্টেটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভ্যর্থনা জানান।
আলোচনা শেষ হওয়ার পর জেলেনস্কি লন্ডন থেকে হেলিকপ্টারে করে উড়ে স্যান্ড্রিংহাম হাউস এস্টেটে যান।
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এটা করতে চান তাঁরা। এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
ইউক্রেন নিয়ে আলোচনা করতে গতকাল রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা।