যুক্তরাষ্ট্রের সাথে ১৯ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি ফিলিপাইনের

ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘আমরা আমাদের বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে ফিলিপাইন উন্মুক্ত বাজারে যাচ্ছে।’
যুক্তরাষ্ট্রের সাথে ফিলিপাইন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক দিতে হবে ফিলিপাইনকে। তবে ফিলিপাইনে প্রবেশ করা মার্কিন পণ্যগুলোর ওপর কোনো শুল্ক থাকছে না।
মঙ্গলবার (২২ জুলাই) হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাথে সাক্ষাতের পরপরই মার্কিন প্রেসেডেন্ট তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই নতুন চুক্তির ঘোষণা দেন।
হোয়াইট হাউসে মার্কোসকে স্বাগত জানানোর পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘আমরা আমাদের বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে ফিলিপাইন উন্মুক্ত বাজারে যাচ্ছে।’
চলতি মাসের শুরুতে ফিলিপাইনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে ফিলিপাইন মাত্র এক শতাংশ শুল্ক কমাতে পেরেছে। এর আগে, এপ্রিলে ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। গত বছর ফিলিপাইনের সাথে ২৩.৫ বিলিয়ন ডলারের বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ বিলিয়ন ডলার ঘাটতি ছিল।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সাথে দেখা করা প্রথম দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতা মার্কোস বৈঠকের শুরুতে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র তার দেশের ‘সবচেয়ে শক্তিশালী, নিকটতম ও নির্ভরযোগ্য মিত্র’।
দুই প্রশান্ত মহাসাগরীয় মিত্র সামরিকভাবেও একসাথে কাজ করবে বলে জানান ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।