যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা

বৈধ অভিবাসীদের মধ্যেও গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটিতে থাকা অভিবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে এবার শুধু অবৈধ নয়, বৈধ অভিবাসীরাও চাপে পড়ছেন। গ্রিনকার্ডধারীদের উদ্দেশে ট্রাম্প প্রশাসন নতুন এক সতর্কবার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যারা বৈধভাবে বসবাস করছেন, তাদের ‘অতিথির’ মতো আচরণ করতে হবে। অন্যথায় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেয়া হতে পারে। পাশাপাশি বলা হয়েছে, সকল অভিবাসীর ওপর নজরদারি চালানো হচ্ছে।
চলতি সপ্তাহে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (প্রাক্তন টুইটার) এক পোস্টে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা সতর্ক করে জানায়, গ্রিনকার্ড থাকলেই যুক্তরাষ্ট্রে নির্বিঘ্নে থাকা যাবে—এমন কোনো নিশ্চয়তা নেই। যদি কাউকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয়, তাহলে তার বৈধ স্থায়ী আবাসন (গ্রিনকার্ড) বাতিল করে তাকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।
এই ঘোষণার পর বৈধ অভিবাসীদের মধ্যেও গভীর উদ্বেগ দেখা দিয়েছে।