USA

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। শনিবারের (৬ জুলাই) এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন এবং পরে একটি গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন।

ফ্লোরেন্স পুলিশ বিভাগের প্রধান জেফ ম্যালেরি শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে বলেছেন, ওহাইওর সিনসিনাটির দক্ষিণ-পশ্চিমে ফ্লোরেন্সের রিজক্রেস্ট ড্রাইভে একটি বাড়িতে থেকে বন্দুকধারীর কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। অফিসাররা তিনটার কিছু আগে বন্দুকের গুলিতে আহত সাতজন ভুক্তভোগীকে দেখতে পান।

জেফ ম্যালেরি বলেন, চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। বন্দুকের গুলিতে নিহত চারজন হলেন, শেন মিলার (২০), হেইডেন রিবিকি (২০), ডেলানি ইরি (১৯) এবং মেলিসা প্যারেট (৪৪)।

এছাড়া আহত অন্য তিনজনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে।

সন্দেহভাজন হামলকারীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং হামলার পর পুলিশ আসার আগেই একটি গাড়িতে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। তবে পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি তখন রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়। কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে এবং জনসাধারণের জন্য এখন কোনও বিপদ নেই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button