USA

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জনের মৃত্যু

তীব্র তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য। ঝড়ের কবলে পড়ে এরইমধ্যে সড়ক দুর্ঘটনায় কানসাসে দু’জন ও মিসৌরিতে তিনজন মারা গেছেন। মার্কিন আবহাওয়া দপ্তর জানায়, দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি বাসিন্দা আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন। সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর সিএনএনের। আবহাওয়াবিদদের মতে, এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারি তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে এই তুষারঝড়। এরইমধ্যে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। বন্ধ ঘোষাণা করা হয়েছে স্কুল কলেজসহ সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে প্রধান সড়ক। তবুও ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় কানসাসে দু’জন ও মিসৌরিতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, ওয়াশিংটন ডিসিতে ১৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button