যুক্তরাষ্ট্রে দশ বছর পর পুতিনের ৫ ঘণ্টার সফর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাসের হিসাব অনুযায়ী, দশ বছর পর এই সফরটি স্থায়ী হয়েছিল প্রায় পাঁচ ঘণ্টা। এর মধ্যে প্রায় তিন ঘণ্টা তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে কাটিয়েছেন।
খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে (জিএমটি) বা স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে পুতিনের বিমানটি অ্যাঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে।
সেখানেই ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর তারা একসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে ওঠেন এবং আড্ডা ও আলোচনার মধ্য দিয়ে শীর্ষ বৈঠকের সূচনা করেন।
বিমানবন্দরে প্রথম সাক্ষাতের প্রায় ১৫ মিনিট পর ছোট পরিসরে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়, যা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে দুই নেতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এরপর রাশিয়ান প্রেসিডেন্ট কাছাকাছি অবস্থিত একটি সোভিয়েত পাইলটদের সমাধি পরিদর্শন করেন এবং সমাধিতে শ্রদ্ধা ও ফুল অর্পণ করেন।
প্রায় এক দশকের মধ্যে এটাই ছিল পুতিনের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তিনি সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক গিয়েছিলেন।