USA

যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের ভিড়ে ট্রাক নিয়ে হামলা, নিহত ১০

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনরত জনতার ভিড়ে ট্রাক নিয়ে হামলার খবর পাওয়া গেছে।

এতে অন্তত ১০ জন নিহত ও ৩০ আহত হয়েছেন। ওই চালকের গুলিতে দুজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

নিউ অরলিন্সের পুলিশ প্রধানের বরাতে আজ বুধবার বার্তাসংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

হামলার ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান অ্যান কার্কপ্যাট্রিক বলেন, ‘রাত ৩টা ১৫ মিনিটের দিকে এক চালক ইচ্ছাকৃতভাবে জনতার ওপর ট্রাক তুলে দেয়।’

‘ওই চালক যতজনকে সম্ভব পিষে মারার চেষ্টা করছিল। তিনি ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মিশনে নেমেছিলেন,’ যোগ করেন তিনি।

পুলিশ প্রধান আরও জানান, ট্রাক নিয়ে হামলার পর পুলিশের ওপরও গুলি চালায় ঘাতক চালক। এতে দুই কর্মকর্তা আহত হন।

নিউ অরলিন্স নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নববর্ষ উদযাপনের সময় ক্যানাল এবং বার্বন স্ট্রিটের সংযোগস্থলে এই ঘটনা ঘটে।

বার্বন স্ট্রিট একটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র। গান ও পানশালার জন্য এখানে প্রচুর জনসমাগম হয়ে থাকে।

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে নিউ অরলিন্সের একটি উৎসব চলাকালে হাজারো মানুষের ভিড়ে দুটি পৃথক গোলাবর্ষণের ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button