USA
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। ২২ বছর বয়সী উইন রোজারিওকে নিজ বাসায় গুলি করে পুলিশ। স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ওজন পার্কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মানসিকভাবে অসুস্থ বোধ করছে ও মৃত্যু কামনা করছে এমনটা জানিয়ে ১৯ বছর বয়সী তরুণ উইন রোজারিও নিজেই তার বাসা থেকে ৯১১-এ কল করেন।
ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। এসময় উইন রোজারিও কাঁচি হাতে ছুটে আসলে গুলি চালায় পুলিশ। নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও’র অভিযোগ, তার ছেলে মানসিক ভারসাম্যহীন এবং নিরপরাধ জানার পরও বিনা কারণে গুলি চালায় পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি।
এ নিয়ে গেল দুই মাসে নিউইয়র্কে পুলিশের গুলিতে তিনজন নিহত হলো।