যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ থেকে আটক ৯৮

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতারের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ সমাবেশ করেছে ফিলিস্তিনিপন্থী মার্কিন ইহুদিরা। সেখান থেকে ৯৮ জনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতারের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ সমাবেশ করেছে ফিলিস্তিনিপন্থী মার্কিন ইহুদিরা। সেখান থেকে ৯৮ জনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সমাবেশ থেকে তাদেরকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের লবিতে বিক্ষোভ সমাবেশ থেকে কমপক্ষে ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিক্ষোভ কর্মসূচি থেকে ফিলিস্তিনিপন্থী কর্মী ও গ্রিন কার্ডধারী মাহমুদ খলিলকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ট্রাম্প টাওয়ারের লবিতে অনুপ্রবেশ এবং গ্রেফতার প্রতিরোধের অভিযোগ রয়েছে।
সূত্রটি জানিয়েছে, ‘নট ইন আওয়ার নেম’ টি-শার্ট পরা শত শত ইহুদি বিক্ষোভকারী ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের লবিতে অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা দু’টি দলে বিভক্ত হয়ে সেখানে প্রবেশ করে। তাদের মধ্যে কেউ কেউ সাধারণ পোশাক পরে পাবলিক লবিতে প্রবেশ করেছিল।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, তারা এই প্রতিবাদী দল ও তাদের কৌশল সম্পর্কে পরিচিত। ট্রাম্প টাওয়ারের অন্যান্য ঘটনার মতো ট্রাম্পের নিরাপত্তারক্ষীরা যখন প্রয়োজন মনে করেন, তখনই কেবল সেখানে পুলিশ ডাকা হয়।
বিক্ষোভকারীরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেয়া খলিলের সমর্থনে ব্যানার এনেছিল। সেখানে লেখা ছিল ‘ইহুদিরা বলে মাহমুদকে মুক্ত করো এবং ফিলিস্তিনকে মুক্ত করো’ এবং ‘ছাত্রদের নয় নাৎসিদের বিরুদ্ধে লড়াই করো।’