যুক্তরাষ্ট্রে বাগেরহাট জেলা সোসাইটির বার্ষিক বনভোজন
যুক্তরাষ্ট্রে বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএ-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) এই মিলনমেলার আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাগেরহাটবাসীদের।
নিউইয়র্কের বেইজলি পনডস পার্কে বনভোজনে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনরা। প্রায় ৩৫০ জন বাহেরহাটবাসীর এক অনন্য মেলবন্ধন লক্ষ্য করা যায় এই বনভোজন উপলক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রের ইতিহাসে দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশদ্ভূত নারী জজ সোমা সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যামাইকার বিশিষ্টজন ডা. ওয়াজেদ খান। উপস্থিত সদস্যদের অধিকাংশই ছিলেন নিউইয়র্কে বসবাসরত। এছাড়া, নিউজার্সি থেকে বাগেরহাটের কৃতি সন্তান মেজর জাহিদ বনভোজনে অংশ নিয়েছেন।
বনভোজনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাগেরহাট জেলা সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।