যুক্তরাষ্ট্রে বোয়িংয়ের সামরিক কারখানায় শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ও অস্ত্র নির্মাতা বোয়িং-এর কয়েকটি কারখানায় কয়েক হাজার শ্রমিক ধর্মঘটে নেমেছেন। সোমবার (৪ আগস্ট) থেকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস ও সেন্ট চার্লস এবং ইলিনয়ের মাসকুটা শহরের কারখানাগুলিতে এই ধর্মঘট শুরু হয়। মূলত বেতন বৃদ্ধি ও নতুন চুক্তির শর্ত নিয়ে বোয়িং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেন শ্রমিকরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স (IAM)-এর প্রায় ৩,২০০ সদস্য রোববার চার বছরের একটি সংশোধিত শ্রমচুক্তি প্রত্যাখ্যানের পক্ষে ভোট দেন।
সংগঠনের মিডওয়েস্ট অঞ্চলের সহসভাপতি স্যাম সিসিনেলি বলেন, “আমাদের সদস্যরা এমন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করেন, যা পুরো দেশকে সুরক্ষিত রাখে। তারা এমন একটি চুক্তি পাওয়ার অধিকার রাখে, যা তাদের পরিবার এবং পেশাগত দক্ষতার প্রতি সম্মান দেখায়।”
এর আগে আলোচনার সুযোগ দিতে এক সপ্তাহের কুলিং-অফ পিরিয়ড রাখা হয়েছিল। প্রস্তাবিত চুক্তিতে চার বছরে মোট ২০ শতাংশ বেতন বৃদ্ধি এবং ৫ হাজার ডলারের এককালীন বোনাসের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেটিও প্রত্যাখ্যান করেন শ্রমিকরা।
বোয়িং জানায়, তারা ধর্মঘটের শঙ্কা আগে থেকেই করছিল। যদিও প্রস্তাবিত মজুরি বাড়ানো হয়নি, তবে একটি বিতর্কিত শর্ত বাদ দেওয়া হয়েছিল—যা কর্মীদের অতিরিক্ত সময় কাজ করে বেশি আয় করার সুযোগ সীমিত করতো।
বোয়িংয়ের এয়ার ডমিন্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান গিলিয়ান বলেন, “আমাদের প্রস্তাবে গড়ে ৪০ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের সময়সূচি নিয়ে উদ্বেগের সমাধান দেওয়া হয়েছিল। তারপরও প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমরা হতাশ।”
তিনি জানান, ধর্মঘট মোকাবেলায় বিকল্প পরিকল্পনা ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়।