যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমর্থন থাকলে গাজায় ‘গণহত্যা বন্ধ হবে না’ : তুরস্ক

এই যুদ্ধ কেবল তাৎক্ষণিক সঙ্কট নয়। বরং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক ব্যবস্থার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।
গাজায় চলমান ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ তাদের সমর্থন বন্ধ না করলে এই মানবিক সঙ্কটের অবসান সম্ভব নয়।
রোববার আনাদোলু এজেন্সিকে দেয়া এক বিবৃতিতে ফিদান বলেন, ‘মূলত যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে এই গণহত্যা এখনো চলমান আছে। বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় যে নীতিগুলো গ্রহণ করা হয়েছে, তা এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।’
তিনি জানান, ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার চেষ্টা চলছে। তবে পশ্চিমা সমর্থন থামানো ছাড়া তাতে বাস্তব ফল আসবে না।
ট্রাম্পের সময়কার একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতির কথা উল্লেখ করে ফিদান বলেন, ‘জানুয়ারিতে ট্রাম্পের মধ্যস্থতায় যে বিরতি এসেছিল, তা ছিল ইতিবাচক পদক্ষেপ। আশা করি, তিনি দায়িত্বে থাকাকালীন আরো কিছু শান্তিমূলক পদক্ষেপ নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সব কূটনৈতিক মহল একটি ব্যাপারে একমত যে বর্তমান মার্কিন প্রশাসনকে আরো স্পষ্টভাবে বোঝাতে হবে যে এই যুদ্ধ চলতে থাকলে এর বড় ধরণের বৈশ্বিক পরিণতি আসতে পারে।’
হাকান ফিদান সতর্ক করেন, ‘এই যুদ্ধ কেবল তাৎক্ষণিক সঙ্কট নয়। বরং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক ব্যবস্থার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।’