International

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানা গেছে। 

তিনি আগামী ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করবেন বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটন কর্তৃক আরোপিত ২০ শতাংশ বাণিজ্য শুল্কের কারণে দেশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সফরের বিস্তারিত চূড়ান্ত করার জন্য কাজ করছি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে ম্যানুয়েল রোমাউলদেজ শুক্রবার এএফপিকে জানিয়েছেন, মার্কোস ‘প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক’ নিয়ে আলোচনা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

গত ২০২২ সালে মার্কোস ক্ষমতা গ্রহণের পর থেকে ম্যানিলা এবং ওয়াশিংটন তাদের সহযোগিতা আরো গভীর করেছে এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবির বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে শুরু করেছে।

১৯৫১ সালের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আবদ্ধতায়, দুই মিত্র দেশ বিতর্কিত জলপথে ঘন ঘন সামুদ্রিক মহড়া পরিচালনা করে। 

ওয়াশিংটন সতর্ক করে বলেছে, ফিলিপিনো বাহিনী বা জাহাজ আক্রমণের শিকার হলে তারা ফিলিপাইনকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটি হবে মার্কোসের প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto