যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও রাশিয়া-ইউক্রেন হামলা অব্যাহত

ওয়াশিংটনে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ চলছে। ইউক্রেনের শিল্পাঞ্চল ক্রেমেনচুকে রাশিয়া ‘তেল ও যাতায়াত অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্রেমেনচুকে ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত এবং রাশিয়া নিয়মিতভাবে এটিকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এই হামলার পাশাপাশি ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসও লুহানস্ক অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত দুটি অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে।
এদিকে, মঙ্গলবার যুদ্ধবিরতি ও ভবিষ্যতে রাশিয়ার পুনঃআক্রমণ রোধের লক্ষ্যে ত্রিশটির বেশি ইউরোপিয়ান ও কমনওয়েলথ দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ ভার্চুয়াল বৈঠক করেছে। বৈঠকে ইউক্রেনে সৈন্য পাঠানো, অস্ত্র সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, এই জোট মার্চ মাসে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা তৈরি করেছিলেন।