যেমন ছিলেন কিশোরী কমলা
মায়ের কাজের সুবাদে কানাডার মন্ট্রিলে কৈশোর কেটেছে কমলা হ্যারিসের। ওই সময় কানাডায় বসবাস করলেও তার মন পড়ে থাকত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, নিজের শহরে। তবু কানাডার সহপাঠীদের কাছে তিনি সদা হাস্যোজ্জ্বল সেই মেয়ে, যিনি নাচতে ভালোবাসতেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী কমলার জন্ম ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে।
১৯৭৬ সালে মা ও ছোট বোনের সঙ্গে তিনি কানাডার দ্বিতীয় বৃহৎ নগরী মন্ট্রিলে চলে যান, তখন তার বয়স ১২ বছর। বাবা ডোনাল্ড হ্যারিস ও মা শ্যামলা গোপালনের বিচ্ছেদ হয়ে যায় সে সময়। এরপর মা শ্যামলা মন্ট্রিলের জিউস জেনারেল হাসপাতালে চাকরি নেন এবং দুই মেয়ে কমলা ও মায়াকে নিয়ে সেখানে চলে যান। প্রথম নারী, প্রথম আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান, প্রথম এশীয় বংশোদ্ভূত আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কমলা।