Science & Tech

যে কারণে ২৭৫ ভাষা সংবলিত মেমোরি কার্ড যাচ্ছে চাঁদে

এবার চাঁদের বুকে মানুষের ইতিহাস সংরক্ষণের চেষ্টা চলছে। জাপানের একটি বেসরকারি কোম্পানি ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বের ২৭৫টি ভাষা সংবলিত একটি মেমরি কার্ড চাঁদে পাঠানোর চেষ্টা করছে।

চাঁদের বুকে মানব ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে জাপানি চন্দ্র অনুসন্ধান বিষয়ক সংস্থা আইস্পেস তাদের আসন্ন দ্বিতীয় হাকুটো-আর মিশনের জন্য ইউনেস্কোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এবারের মিশনে চন্দ্রপৃষ্ঠে একটি রোবোটিক ল্যান্ডার পাঠাবে প্রতিষ্ঠানটি। এই মিশনে ২৭৫টি ভাষা ও অন্যান্য সাংস্কৃতিক নিদর্শনসহ একটি মেমরি কার্ড চাঁদে পাঠানো হবে। আইস্পেস দ্বিতীয় হাকুটো-আর মিশনের রেজিলিয়েন্স ল্যান্ডারে এই মেমরি কার্ড স্থাপন করবে। এরপর সেটি ২০২৪ সালের শেষের দিকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button