‘যে কোনো মুহূর্তে’ গাজা যুদ্ধ পুনরায় শুরুর হুমকি নেতানিয়াহুর

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ গাজা উপত্যকায় “যে কোনো মুহূর্তে” যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত। এ সময় তিনি যুদ্ধের লক্ষ্যগুলি ‘আলোচনার মাধ্যমে হোক বা অন্য উপায়ে’ সম্পন্ন করার অঙ্গীকার করেছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বন্ধ করার একদিন পর নেতানিয়াহু কমব্যাট অফিসারদের জন্য একটি অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই আবার শুরু করতে প্রস্তুত। গাজায়, আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি কিন্তু এতে কোন সন্দেহ নেই – আমরা সম্পূর্ণভাবে যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব।’
এর আগে, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার ছয় জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা থাকলেও তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।