Science & Tech

যে দেশে আইফোন ১৬ ব্যবহার নিষিদ্ধ

আইফোন ১৬ নিয়ে সারা বিশ্ব জুড়ে উন্মাদনা। আইফোনের নতুন ভার্সন নিয়ে এখন চর্চা তুঙ্গে। যদিও উল্টো চিত্র দেখা গেল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায়। দেশটিতে আইফোন ১৬ ব্যবহার এমনকি কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি বাইরে থেকেও কেউ কিনে আনতে পারবেন না ফোনটি। কেউ লুকিয়ে ব্যবহার করতে গেলে পুলিশের হাতে ধরা পড়লে জেল-জরিমানার মুখে পড়তে হবে। 

সম্প্রতি ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী অ্যাগাস গুমিওয়াং কর্তাসস্মিতা এমনটাই জানিয়েছেন। তবে এমন কঠোর নিষেধাজ্ঞার অবশ্য কারণও আছে। মূলত এই নিষেধাজ্ঞার কারণ হলো ইন্দোনেশিয়ায় অ্যাপলের অসম্পূর্ণ বিনিয়োগের প্রতিশ্রুতি। অর্থাৎ টেক জায়ান্ট অ্যাপল একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইন্দোনেশিয়ায় মোট ১.৭১ ট্রিলিয়ন রুপিয়াহ্ বিনিয়োগ করবে, তার মধ্যে ১.৪৮ ট্রিলিয়ন রুপিয়াহ্ কেবল বিনিয়োগ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। এখনও বাকি রয়েছে ২৩০ বিলিয়ন রুপিয়াহ্। অ্যাগাস গুমিওয়াং জানিয়েছেন, যে আইফোন ১৬-র অনুমোদন তারা এখনো দিতে পারেন, কিন্তু অ্যাপলের বিনিয়োগও দেশে বাকি রয়েছে অনেকটাই। এর আগে অ্যাপলের কাছ থেকে আরও বিনিয়োগ আসার কথা রয়েছে, ফলে এখনো টিকেডিএন সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই এখন দেশে আইফোন ১৬ বিক্রি করা যাবে না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button