USA

রণক্ষেত্র তিন রাজ্যে কে এগিয়ে, জর্জিয়ায় ভোটে জালিয়াতির আলামত

নির্বাচনের আগে শেষ দিনগুলোয় নর্থ ক্যারোলাইনা, মিশিগান, পেনসিলভানিয়া ও নিউ হ্যাম্পশায়ারের মতো রণক্ষেত্রগুলোয় জোরালো প্রচার চালাচ্ছেন দুই প্রার্থী। মূলত এই সুইং স্টেটগুলোয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণ করে দেয়। অঙ্গরাজ্যগুলোয় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন একটি জরিপে দেখা গেছে, কমলা কিছুটা এগিয়ে রয়েছেন। জরিপটি ১৬ থেকে ২৩ অক্টোবর পরিচালিত হয়। 

বৃহস্পতিবার প্রকাশিত ইউম্যাস লোয়েল/ইউগভ জরিপে দেখা গেছে, মিশিগানে কমলা ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন। ৬০০ জন ভোটারের মধ্যে কমলা ৪৯ শতাংশ এবং ট্রাম্প ৪৫ শতাংশ সমর্থন পেয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে থাকলেও জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ ভোটার বলেছেন, দেশটি ভুল পথে রয়েছে। বর্তমান ভাইস প্রেসিডেন্টের জন্য এটি একটি উদ্বেগজনক লক্ষণ। অন্যদিকে, দুই প্রার্থীর মধ্যে ট্রাম্পকে বেশি দুর্নীতিগ্রস্ত বলেছেন ৫২ শতাংশ অংশগ্রহণকারী। 

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। জরিপে ৬৫০ জন ভোটারের মধ্যে ৪৭ শতাংশ ট্রাম্পকে এবং ৪৫ শতাংশ হ্যারিসকে সমর্থন দিয়েছেন। জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ মনে করছে, দেশটি ভুল পথে চলে গেছে। 

ইউম্যাস জরিপে পেনসিলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে কমলা ট্রাম্পের চেয়ে সামান্য ১ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তবে উত্তরদাতারা অর্থনীতি এবং হামাস-ইসরায়েলের যুদ্ধকে ভালোভাবে পরিচালনায় ট্রাম্পকে এগিয়ে রেখেছেন। আবার নিউ হ্যাম্পশায়ারেও কমলা কিছুটা এগিয়ে রয়েছেন। ৬০০ ভোটারের মধ্যে ৫০ শতাংশ কমলাকে এবং ৪৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। 

এদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যের সংসদীয় নির্বাচনে আংশিক ব্যালট পুনঃগণনায় নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের জয়লাভ নিশ্চিত করেছে। তবে একটি বৈশ্বিক গবেষণা ও ডেটা ফার্ম সরকারি ফলাফলকে ‘পরিসংখ্যানগতভাবে অসম্ভব’ বলে অভিহিত করেছে। পর্যবেক্ষক সংস্থাগুলোও ব্যালট ভর্তি, ভোটারদের ভয় দেখানো ও ঘুষ দেওয়ার মতো ঘটনাগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button