Bangladesh
রাজধানীতে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত, নেপথ্যে যে ঘটনা!
রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তাকর্মীদের কক্ষে পুলিশ সদস্যের গুলিতে আরেক সদস্য নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে এলোপাতাড়ি গুলির এ ঘটনার সময় পথচারী জাপান দূতাবাসের এক গাড়ি চালকেরও আহত হওয়ার তথ্য দিয়েছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম।
তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশের গার্ডরুমে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাথাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
এ সময় জাপান দূতাবাসের একজন গাড়িচালক সাজ্জাদ হোসেন শাহরুখ গুলিবিদ্ধ হন। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসির ধারণা প্রাথমিকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ওই পুলিশ সদস্য এ ঘটনা ঘটায়। ওসি মাজহার বলেন, কাউসার আহমেদকে নিরস্ত্র করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।