রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতির গতি বাধাগ্রস্ত হচ্ছে

বৈশ্বিক অস্থিরতা, ট্রাম্পের শুল্কনীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। রবিবার (২৪ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) উদ্যোগে ‘বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, পারস্পরিক শুল্কারোপ, অভ্যন্তরীণ দুর্বল আইন-শৃঙ্খলা, ঋণ প্রবাহ হ্রাস ও দুর্নীতির কারণে দেশের বেসরকারি খাতের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতি সম্পন্ন করতে ডিসিসিআই কমপক্ষে আরো তিন বছর সময় প্রস্তাব করে।’
তিনি আরো জানান, ২০২৫ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২.৪৮%-এ নেমে এসেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ ও কর ব্যবস্থার সংস্কার বিনিয়োগ বৃদ্ধির জন্য অত্যাবশ্যক।
প্রবন্ধে তিনি রপ্তানি হ্রাস, চামড়া ও ওষুধ খাতের দুর্বলতা এবং সিএমএসএমই খাতে ঋণ প্রবাহে পতন তুলে ধরেন। তিনি ব্যাংক খাতে স্থিতিশীলতা, কর্পোরেট কর হারে প্রতিযোগিতামূলক পরিবেশ, সাশ্রয়ী অর্থায়ন ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথি ড. মঞ্জুর হোসেন বলেন, মূল্যস্ফীতি হ্রাস পেলেও চালের মূল্য বৃদ্ধি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগে মন্থরতার জন্য শুধু উচ্চ সুদ হার নয়, বাণিজ্য সহায়ক পরিবেশের ঘাটতিও দায়ী।
তিনি আরো বলেন, এলডিসি উত্তরণে সরকার প্রস্তুত, তবে উৎপাদনশীলতা বৃদ্ধিতে জোর দিতে হবে।
নির্ধারিত আলোচনায় অংশগ্রহণ করেন সিপিডি’র ফেলো ড. মোস্তাফিজুর রহমান, বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের ও নওশাদ মুস্তাফা এবং এডিবি’র অর্থনৈতিক কর্মকর্তা মো. রাবিউল ইসলাম।
তারা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর উদ্যোগ, এসএমই সহায়তা, ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধির জন্য ডিজিটালাইজেশন, ট্রেড কানেক্টিভিটি এবং ব্যাংকিং খাত সংস্কারের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য, সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।