International

রাশিয়ায় আরো সৈন্য মোতায়েন করেছে উত্তর কোরিয়া : দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এক মাসব্যাপী স্থবিরতার পর ফেব্রুয়ারির শুরুতে পিয়ংইয়ং রাশিয়ার কুরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে সৈন্যদের পুনরায় মোতায়েন করেছে।

ইউক্রেনের যুদ্ধের সম্মুখ সারিতে ব্যাপক হতাহতের পর উত্তর কোরিয়া রাশিয়ায় আরো সৈন্য পাঠিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এক মাসব্যাপী স্থবিরতার পর ফেব্রুয়ারির শুরুতে পিয়ংইয়ং রাশিয়ার কুরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে সৈন্যদের পুনরায় মোতায়েন করেছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইয়োনহাপ এনআইএসকে উদ্ধৃত করে জানায়, ‘মনে হচ্ছে রাশিয়ায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তবে তাদের সংখ্যা কত তা খতিয়ে দেখা হচ্ছে।’

ইউক্রেন আক্রমণের সমর্থনে উত্তর কোরিয়া প্রাথমিকভাবে রাশিয়ায় প্রায় ১১ হাজার সৈন্য পাঠিয়েছিল বলে জানায় সিউলের গোয়েন্দা সংস্থা।

তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেন, যুদ্ধের অভিজ্ঞতার অভাব ও রাশিয়ান উর্ধ্বতনদের সাথে যোগাযোগ করতে অক্ষমতার কারণে ইউক্রেনীয় ড্রোন ও কামান হামলার সহজ লক্ষ্যবস্তু হতে পারে উত্তর কোরিয়ার সৈন্যরা।

যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় কমান্ডাররাও জানান, রাশিয়ান বাহিনী উত্তর কোরিয়ার সৈন্যদের আক্রমণ পরিচালনার জন্য ব্যবহার করেছে এবং তাদের বন্দী হওয়ার পরিবর্তে আত্মহত্যা করার নির্দেশও দিয়েছে।

জানুয়ারিতে এনএসআই অনুমান করে জানায়, যুদ্ধে উত্তর কোরিয়ার ৩০০ জন সৈন্য নিহত এবং দুই হাজার ৭০০ জন আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনুমান করে বলেন, চার হাজার উত্তর কোরিয়ান সৈন্য আহত বা নিহত হয়েছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৩ সালে ও গত জুনে শীর্ষ সম্মেলনের পর সামরিক সহযোগিতা আরো জোরদার করেন।

নভেম্বরে কিম আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেন। এ চুক্তি অনুযায়ী উভয় দেশের মধ্যে যেকোনো একটি দেশ আগ্রাসনের মুখোমুখি হলে অপর দেশটি সকল উপায়ে তাৎক্ষণিক সামরিক সহায়তা করবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto