Science & Tech

রাশিয়ায় মেশিনগানযুক্ত টেসলা সাইবারট্রাক পাঠানোর ঘোষণা কাদিরভের

কাদিরভ তার পোস্টে টেসলা গাড়ি ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের ভূয়সী প্রসংসা করেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই খবরের পাতায় শিরোনাম তৈরি করে যাচ্ছেন চেচেন প্রজাতন্ত্রের নেতা ও প্রেসিডেন্ট রমজান কাদিরভ। মাঝে অনেকদিন চুপ থাকলেও শনিবার এক ভিডিও পোস্ট করে নীরবতা ভাঙলেন কাদিরভ।

গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কাদিরভ একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাকে দেখা গেছে একটি টেসলা সাইবারট্রাক চালাতে। গাড়ির ওপরের অংশে ট্যাংকের মতো করে একটি মেশিনগান বসানো। তিনি জানান, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এ ধরনের যান পাঠাবেন।

চেচেন নেতা রমজান কাদিরভ। ফাইল ছবি: রয়টার্স

চেচেন নেতা রমজান কাদিরভ।

চমকপ্রদ বক্তব্য ও উদ্ভট কান্ড করে খবরে আসার জন্য পরিচিত কাদিরভ তার পোস্টে টেসলা গাড়ি ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের ভূয়সী প্রসংসা করেন। তিনি মাস্ককে ‘আধুনিককালের সবচেয়ে বড় প্রতিভা’ হিসেবে আখ্যায়িত করে তাকে চেচনিয়া সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘আমরা আপনার ভবিষ্যৎ পণ্যগুলোর অপেক্ষা আছি, যা আমাদেরকে (ইউক্রেনে) বিশেষ সামরিক শেষ (জয়লাভ) করতে সহায়তা করবে।’

চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে কাদিরভ এই ছবি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে টেসলা তাতক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর দুই দিনের মাথায় কাদিরভ জানান, তার সেনারা যুদ্ধক্ষেত্রে মোতায়েন আছে।

এপ্রিলে তিনি দাবি করেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একে একে দেশটির সব শহর দখল করে নেবে।

অপরদিকে, ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ভূখণ্ডে এক অপ্রত্যাশিত অভিযান চালাচ্ছে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে,  ১২ দিন ধরে চলমান এই অভিযানে ইতোমধ্যে ৮২টি জনবস্তি ও এক হাজার ১৫০ বর্গকিলোমিটার ভূখণ্ড দখলের দাবি জানিয়েছে। 

রাশিয়া দাবি করেছে, ইউক্রেন এই অভিযানে মার্কিন অস্ত্র ব্যবহার করছে। 

ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত দেশটি ইউক্রেনের এই অপ্রত্যাশিত অভিযানকে সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখছে এবং এতে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের ব্যবহারকে যুক্তিযুক্ত বলেই ভাবছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button