‘রুশ বিরোধী প্রচারণার’ অভিযোগে ইতালীয় কূটনীতিককে তলব

ইতালির গণমাধ্যমে ‘রুশ বিরোধী প্রচারণা’ চালানোর অভিযোগে চলতি সপ্তাহের শুরুতে একজন ইতালীয় কূটনীতিককে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি কূটনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে ইতালির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিউসেপ্পে স্কোপাকে তলব করা হয়েছে।
এক বিবৃতিতে মস্কো জানায়, ইতালির গণমাধ্যমে রাশিয়াবিরোধী প্রচারণা অব্যাহত রয়েছে এবং রুশ সরকারের প্রতি আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। রাশিয়ার ভাষায়, এই প্রচারণা দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও অবনতি ঘটাচ্ছে।
মন্ত্রণালয় জানায়, “ইতালির শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার রাশিয়াবিরোধী অবমাননাকর বক্তব্য প্রত্যাখ্যান করায় রোম সরকার যে অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেখিয়েছে, তা সম্পূর্ণ অপ্রত্যাশিত। এটি আমাদের জন্য উদ্বেগের।”
মস্কোর দাবি, ইতালির গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে রাশিয়ার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে, যা ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে রাশিয়ার একটি ভুল ও রাজনৈতিকভাবে ক্ষতিকর চিত্র তুলে ধরছে।
রাশিয়া আরও উল্লেখ করেছে, এই উত্তেজনাপূর্ণ পরিবেশের কারণেই সম্প্রতি ইতালির ক্যাসার্তায় অনুষ্ঠিতব্য রয়্যাল সামার মিউজিক ফেস্টিভ্যালে খ্যাতিমান রুশ কনডাক্টর ভ্যালেরি গারগিয়েভের পরিবেশনা বাতিল করা হয়। ২৭ জুলাই ইতালির একটি অর্কেস্ট্রা পরিচালনার কথা ছিল তার, তবে আয়োজকরা শেষ মুহূর্তে তা বাতিল করে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “এ ধরনের বিভেদমূলক অবস্থান ইতালীয় জনগণের প্রকৃত স্বার্থের পরিপন্থী এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়।”
এর পাল্টা পদক্ষেপ হিসেবে এর আগেই রোমে রুশ রাষ্ট্রদূত আলেক্সি প্যারামোনভকে তলব করেছিল ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, রুশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিশেষ তালিকায় ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের “রুশবিদ্বেষী” হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়।
রোম একে রাষ্ট্রের প্রধান ও জনগণের প্রতি ‘সরাসরি অপমান’ এবং ‘উসকানিমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করে।
রাশিয়ার প্রকাশিত তালিকাটি “রাশিয়াবিরোধী ঘৃণাত্মক বক্তব্যের উদাহরণ” নামে প্রকাশিত হয়, যেখানে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের রাজনীতিকদের বিভিন্ন বক্তব্যকে ‘রুশবিদ্বেষী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছে – ন্যাটো মহাসচিব মার্ক রুটে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামও।