রোবট কি মানুষের আবেগ বুঝতে পারবে?
মানুষের ত্বকের সংস্পর্শেই আবেগ বোঝার সক্ষমতা পেতে পারে ভবিষ্যতের রোবট। নতুন এক গবেষণায় জানা গেছে, ত্বকের বৈদ্যুতিক প্রবাহের পরিবর্তন দেখে মানুষের আবেগ নির্ধারণ করা সম্ভব। ‘আইইইই এক্সেস’ নামক জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, ত্বকের বৈদ্যুতিক প্রবাহ বা স্কিন কন্ডাকট্যান্স মানুষের স্নায়বিক ক্রিয়াকলাপ এবং ঘামের মাধ্যমে আবেগের সূক্ষ্ম পরিবর্তন চিহ্নিত করতে পারে।
গবেষকরা জানিয়েছেন, মুখভঙ্গি বা কণ্ঠস্বরের মাধ্যমে আবেগ শনাক্তের প্রচলিত প্রযুক্তিগুলো বিভিন্ন পরিস্থিতিতে ভুল হতে পারে। বিশেষত শব্দ বা দৃশ্যমানতার সমস্যাজনিত অবস্থায় এই ভুলের মাত্রা বেড়ে যায়। তবে ত্বকের বৈদ্যুতিক প্রবাহ বিশ্লেষণ করে তাৎক্ষণিক ও নির্ভুলভাবে আবেগ নির্ধারণ করা যেতে পারে।
গবেষণায় ৩৩ জন অংশগ্রহণকারীকে আবেগপ্রবণ ভিডিও দেখানো হয় এবং তাদের ত্বকের কন্ডাকট্যান্স পর্যবেক্ষণ করা হয়। এতে বিভিন্ন আবেগের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার ধরণ লক্ষ্য করা গেছে। ভয়ের প্রতিক্রিয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল, যা মানুষের প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে। পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্তের প্রতিক্রিয়াগুলো ছিল ধীরগতি সম্পন্ন, যেখানে হাস্যরস দ্রুত কিন্তু ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
গবেষকরা মনে করেন, ত্বকের কন্ডাকট্যান্সের এই বৈশিষ্ট্য ব্যবহার করে আরও উন্নত আবেগ শনাক্তকরণ প্রযুক্তি তৈরি করা সম্ভব। বিশেষত হৃদস্পন্দন বা মস্তিষ্কের কার্যকলাপের মতো অন্যান্য শারীরিক সংকেতের সঙ্গে একত্রিত করে এ প্রযুক্তিকে আরও নিখুঁত করা যাবে।
গবেষণাপত্রে বলা হয়েছে, মানুষের শারীরিক সংকেতের ভিত্তিতে তাদের অভ্যন্তরীণ অভিজ্ঞতা নির্ধারণের চাহিদা বাড়ছে। এই গবেষণার ফলাফল আবেগ শনাক্তকরণ প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
গবেষকরা আশা করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতের রোবটগুলোকে আরও মানবিক করে তুলবে। শুধু মানুষের সঙ্গে যোগাযোগ করাই নয়, বরং তাদের আবেগ বুঝে সঠিক প্রতিক্রিয়া দেখানো সম্ভব হবে। ফলে রোবটের সঙ্গে মানুষের সম্পর্ক আরও সহজ ও স্বাভাবিক হয়ে উঠবে।