USA

লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল, নিরাপদ আশ্রয়ে ৩১ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। জোরালো বাতাসের প্রভাবে শুষ্ক বনাঞ্চলে বৃহস্পতিবার আগুন প্রায় আট হাজার একর বা ৩২ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়। খবর সিএনএনের।
লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়ছে। অল্প সময়ের মধ্যেই নতুন দাবানল ইটন ফায়ারের অর্ধেক আয়তনে পৌঁছেছে। লস অ্যাঞ্জেলেস এলাকাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা সাম্প্রতিক দাবানলের একটি ছিল ইটনের আগুন। ক্যাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনো প্রবল বাতাসের কারণে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কতা অবস্থা বহাল রয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির দমকল বিভাগ জানিয়েছে, ৩১ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১৬ হাজার মানুষকে আদেশ পাওয়া মাত্রই সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দুই হাজার ৮০০ বর্গকিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) জানিয়েছে, জরুরি অবস্থা বিবেচনায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে এক হাজার ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত নয় মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় দাবানলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। তবে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলে দমকলকর্মীরা কিছুটা স্বস্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের টেনেসির একটি হাইস্কুলে গুলি চালিয়ে এক শিক্ষার্থীকে হত্যা এবং আরেক শিক্ষার্থীকে আহত করার পর আত্মহত্যা করেছে এক কিশোর। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ন্যাশভিল পুলিশ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানায়, অ্যান্টিওক হাইস্কুলের ক্যাফেটারিয়ার ভেতরে ঢুকে ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থী কয়েকটি গুলি চালায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button