লাওস সীমান্তে সংঘর্ষ, থাইল্যান্ডে পর্যটন স্পট বন্ধ

লাওসে মাদককারবারিদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় সীমান্তবর্তী দর্শনীয়স্থান বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করেছে।
লাওসে মাদককারবারিদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় সীমান্তবর্তী দর্শনীয়স্থান বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করেছে।
থাই জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশে লাওস সীমান্তবর্তী জনপ্রিয় পাহাড়ি পর্যটন স্পট ‘ফু চি ফা’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। লাওসের বোকেও প্রদেশে সেনাবাহিনী ও অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটে।
মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, ওই এলাকায় মার্কিন নাগরিকদের ভ্রমণ না করাই ভালো। নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা চেকপোস্টও বাড়ানো হয়েছে।
লাওসের রাষ্ট্রীয় রেডিও জানায়, সংঘর্ষে চারজন মাদককারবারিকে আটক করা হয়েছে। কয়েকজন সেনা সদস্য নিহত ও আহত হয়েছেন। থাই কর্তৃপক্ষের ধারণা, সংঘর্ষে একজন সৈন্য নিহত ও ১২ জনেরও বেশি আহত হয়েছেন।
‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ নামে পরিচিত এই এলাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার মাদক পাচারের অন্যতম কেন্দ্র। শান্তিপূর্ণ লাওসে এমন সংঘর্ষ খুবই বিরল।