International
লেবাননে সংঘর্ষে ৭ ইসরাইলি সেনা নিহত
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরাইলি বাহিনীর সাত সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হিব্রু ভাষার গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, দক্ষিণ লেবাননে বিস্ফোরণের ফলে একটি ভবন ধ্বংস হয়। এ ঘটনায় সাত সেনা নিহত হন। এছাড়া আরো বেশ কয়েকজন সেনা আহত হয়। তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
তবে এ ঘটনার আগে সর্বশেষ এক ঘোষণায় ইসরাইলি সেনাবাহিনী জানায় যে দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৩ জন ইসরাইলি সেনা আহত হয়েছে।
এর আগে সোমবার (১১ নভেম্বর) এক ঘোষণায় ইসরাইলি বাহিনী জানায় যে, দক্ষিণ লেবাননে তাদের অন্তত ১৫ জন সেনা আহত হয়েছে।