Science & Tech

শত বছর পর রসায়নের কোন সূত্রটি বদলে যাচ্ছে

অনেক সূত্র আর বিজ্ঞানের অনেক পরীক্ষার কথা শত বছর ধরে পড়া হচ্ছে। শত বছর ধরে পড়া রসায়নের এমনই এক সূত্রকে বদলে দিতে চলেছেন বিজ্ঞানীরা। রসায়নবিজ্ঞানে ‘ব্রেডটের নিয়ম’ নীতি একটি সূত্র ১৯২৪ সাল থেকে পড়ানো হচ্ছে। রসায়নের পাঠ্যপুস্তকে এই সূত্র রয়েছে।

জৈব রসায়নে ব্রেডটের সূত্র বিশেষ ধরনের কাঠামোগত নিয়মের কথা বর্ণনা করে। এই নিয়ম অনুসারে দ্বিবন্ধন বা ডাবল বন্ড কখনোই ছোট ও সংকুচিত রিং সিস্টেমের ব্রিজহেড কার্বনে স্থাপন করা যায় না। এই সূত্র পুনর্ব্যবহারযোগ্য যৌগের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। সাধারণভাবে একটি ছোট আকারের রিং কাঠামোতে দ্বিবন্ধন যুক্ত করার চেষ্টা করলে তা অস্থিতিশীল হয়ে যায়। ব্রেডটের সূত্র অনুযায়ী, যদি বাইসাইক্লিক সিস্টেমে দ্বিবন্ধন সংযোগ মুখে বা ব্রিজহেডে কার্বন স্থাপন করতে হয়, তাহলে রিংয়ের আকার যথেষ্ট বড় হওয়া প্রয়োজন। ১০ বা এর বেশি পরমাণু নিয়ে গঠিত রিংয়ে এই কাঠামো দেখা যায়। ছোট রিং সিস্টেমে (যেমন ৮ বা তার কম পরমাণুবিশিষ্ট রিং) ব্রিজহেডে দ্বিবন্ধন স্থাপন করলে তা অস্থিতিশীল হবে। ব্রেডটের সূত্র জৈব যৌগের কাঠামোর পূর্বাভাস দিতে সাহায্য করে। কোন যৌগ স্থিতিশীল না কোনটি অস্থিতিশীল তা প্রকাশ করে। ব্রেডটের নিয়ম জৈব অণু সম্পর্কে রসায়নবিদদের পথনির্দেশ করে। এই নীতি অলেফিন যৌগে দেখা যায়। অলেফিন যৌগে দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বৈত বন্ধন দেখা যায়।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী নিল গার্গ ব্রেডটের এই নিয়মকে চ্যালেঞ্জ করেছেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়মের সীমাবদ্ধতাকে মেনে নেওয়ার পরিবর্তে বিজ্ঞানী গার্গ ও তাঁর দল অ্যান্টি-ব্রেডট অলেফিনস তৈরি করেন। মানুষ ভাবত অ্যান্টি-ব্রেডট অলেফিন খোঁজা যাবে না, মনে করা হতো এটা সম্ভব নয়। সেখানে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী নিল গার্গ ও তাঁর দল ভিন্ন একটি পথে অনুসন্ধান করেন। গবেষকেরা ফ্লোরাইড উৎসের সঙ্গে সিলিল হ্যালাইড নামে পরিচিত কিছু অণুকে যুক্ত করার কাজ করেন। এই প্রক্রিয়ায় অ্যান্টি-ব্রেডট অলেফিনস উত্পাদন করা হয়। যেহেতু এমন অণু অত্যন্ত অস্থির ও দ্রুত ভেঙে পড়ে, তাই আরেকটি রাসায়নিক উপস্থিতি অন্তর্ভুক্ত করা হয়।

অ্যান্টি-ব্রেডট অলেফিনস নিয়ে গবেষণা সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। অ্যান্টি-ব্রেডট অলেফিনস এমন যৌগ যার ব্রিজড রিং সিস্টেমের ব্রিজহেড অবস্থানে ডাবল বন্ড বৈশিষ্ট্য দেখা যায়। এমন অণু তৈরির মাধ্যমে নতুন ওষুধ আবিষ্কারের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ব্রেডটের নিয়মকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানীরা রসায়নে নতুন উদ্ভাবনী পদ্ধতি খোঁজার পরামর্শ দিচ্ছেন। বিজ্ঞানী গার্গ বলেন, ১০০ বছরের প্রচলিত জ্ঞানের বিপরীতে রসায়নবিদেরা নতুন পণ্য তৈরি করতে অ্যান্টি-ব্রেডট অলেফিন তৈরি করতে ও ব্যবহার করতে পারেন। প্রচলিত সূত্রের সংশোধনী দ্রুত রসায়নের পাঠ্যপুস্তকে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button